Estd 2017

মানবতার সন্ধানে

সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ

সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ প্রথমত একটি অলাভজনক সামাজিক সংগঠন। সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ২০১৭ সালের ৬ই মার্চ। এই সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো তরুণ সমাজকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করা ও আগামীর জন্য নেতৃত্ব সৃষ্টি করা। এই সংগঠন সবার জন্য সামাজিক কর্মকান্ড, নেতৃত্বের গুণাবলী ও নিজের অধিকার সম্পর্কে সোচ্চার থাকা শেখার প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
More About As

কেন্দ্রীয় সভাপতির বক্তব্য

মোহাম্মদ আফফান উদ্দিন

২০১৭ সালের ৬ই মার্চ সমাজকে পরিবর্তনের লক্ষ নিয়ে কিছু কলেজ পড়ুয়া তারূণ্যদীপ্ত যুবকদের সাথে নিয়ে যাত্রা শুরু হয়েছিলো সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ নামক এই সংগঠনটির। প্রতিষ্ঠার শুরুতে আমাদের পথচলা এতোটা সহজ ছিলো না, মগজে মননে সমাজ পরিবর্তনের দৃঢ় ইচ্ছা থাকলেও আর্থিকভাবে আমরা ছিলাম অনেকটা দূর্বল। তবুও মনের প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের জমানো টাকা দিয়েই শুরু হয় আমাদের কর্মসূচি। প্রতিষ্ঠা পরবর্তী কয়েক বছর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা আমাদের সকল কর্মকান্ড পরিচালনা করেছি। আজ আল্লাহর অশেষ দয়া ও রহমতে আমরা নিজেদের পাশাপাশি বড় বড় অনুদান গ্রহণের মধ্য দিয়ে আমাদের কর্মসূচিগুলো সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে পারছি, এর জন্য আমি মনের অন্তস্থল থেকে আমাদের সংগঠনের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই। এই সংগঠন শুধু একটি সংগঠনই নয় বরং একটি পরিবার, এবং গর্ব করে বলতে পারি আমি এই পরিবারের একজন সদস্য।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বক্তব্য

হোসাইনুল আলম চৌধুরী

সমাজ পরিবর্তনের বার্তাকে সামনে রেখে এগিয়ে চলা সংগঠনের নাম সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ। ২০১৭ সালের ৬ই মার্চ সমাজকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা লাভ করা এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমি সংগঠনকে যথাসম্ভব শক্তিশালী করে সামাজিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগঠনকে গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছি। আমি দৃঢ় কন্ঠে বলতে পারি সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ সামাজিক সকল অসঙ্গতিতে পরিবর্তনে আপ্রাণ চেষ্টা করে যাবে। শুধু সামাজিক কর্মকান্ডই নয় বরং এই সংগঠনের প্রতিটি সদস্য যাতে একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়তে পারে সেজন্য আমাদের সংগঠন কাজ করে যাবে। এর জন্য আমি সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি। ইন শা আল্লাহ সকলের আন্তরিকতা ও সহযোগীতায় আমরা আমাদের লক্ষ্যে শীঘ্রই পৌছতে পারবো।

আমাদের উদ্দেশ্য

Provide support to underprivileged section of the society specially extreme poor/ homeless and orphan children & all ages of people through quality education ,nourishment & shelter to make them resources for the nation.

পুষ্টিকর খাদ্য

We want to inspire a nation with food. Best relation can be created through sharing food.

শিক্ষা

To become a national treasure by offering free education to children and orphans

চিকিৎসা

To deliver free medicines and health care to underprivileged people

রক্তদান

আপনার এক ধার রক্ত, অনেকের জীবনে আশা ও উৎসাহ। রক্তদান করুন!

আমাদের সাথে যোগ দিন

আপনি যেভাবে আমাদের সাহায়্য করতে পারেন

সদস্য নিবন্ধন

মানবিক কাজে নিজেকে নিয়োজিত করতে আমাদের সাথে যুক্ত হোন।

অনুদান

অনুদানের মাধ্যমে আমাদের যেকোনো উদ্যোগে সরাসরি যুক্ত হতে পারেন। অথবা আপনার উল্লেখিত খাতে এই অনুদানের পুরো অংশ আমরা পৌছে দিয়ে আসবো।

স্পন্সরশীপ

অনুদান দিয়ে একটি শিশুর উজ্জল ভবিষ্যৎ গঠনে সহযোগীতা করুন।

মাসিক ফি

মাসিক ফি দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন।

একটি শিশুর শিক্ষার দায়িত্ব নিন

একজন শিশুর উজ্জল ভবিষ্যতের অংশীদার হোন

একটি শিশুর শিক্ষা সামগ্রী স্পন্সরের মাধ্যমে শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে অনুদান দিন। এই প্রকল্পের আওতায় একটি শিশুকে ১ শিক্ষাবর্ষের সকল বই ও বাকি শিক্ষাসামগ্রী প্রদান করা হবে। তাই এই উদ্যোগে আমাদের সাথে যুক্ত হয়ে একটি শিশুর উজ্জল ভবিষ্যতের অংশীদার হোন।

স্পন্সর

Latest Projects

ক্ষুধার বিরুদ্ধে লড়াই

"ক্ষুধার বিরুদ্ধে লড়াই" এর মূল উদ্দেশ্য সকল মানুষের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং বিভিন্ন টেকসই উদ্যোগের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যের এই সমস্যার টেকসই সমাধান বের করা।

অনুদান

Our Campaigns

Join us

Our News